ইনসার্ট ট্যাব
ইনসার্ট ট্যাব ব্যবহার করে ডকুমেন্টে কোনো চিহ্ন (Symbol), চিত্র, গ্রাফিক্স, শব্দ, ভিডিও ইত্যাদি সংযোজন করা যায়। এই ট্যাবের আওতায় Picture, Clip Art, Shapes, Smart Art, Chart, Screenshot রিবনগুলো রয়েছে।
ডকুমেন্টে Shapes ব্যবহার করা
ডকুমেন্টকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক সময় বিভিন্ন ধরনের Line, Shapes, Box, Text Box, কালার পরিবর্তন ইত্যাদির প্রয়োজন হয় । সাধারণত Word উইন্ডোর উপরের দিকে Insert রিবন এর Illustrations কমান্ড গ্রুপ আছে, এখানে Shapes বলে একটি অপশন আছে তাতে আমরা বিভিন্ন রকমের Shape পাবো। এখান থেকে Shape সিলেক্ট করে ডকুমেন্টে একে Drawing করা যায়।
আরো পড়ুন: পদার্থবিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের জগৎ (Knowledge)
Illustration কমান্ড গ্রুপ
একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যে, ড্রয়িং এর ক্ষেত্রে Illustrations কমান্ড গ্রুপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রয়িং তৈরি বা এডিট করা যায়।
নতুন Line আঁকা
Illustrations কমান্ড গ্রুপ থেকে ৩ নং টুল অর্থাৎ Shapes টুলে ক্লিক করতে হবে। একটি ড্রপ ডাউন মেনু আসবে এখানে বিভিন্ন ধরনের সেপ অপশন থেকে Lines অপশনের নিচের প্রথম টুল Line টুল সিলেক্ট করতে হবে।
ডকুমেন্টের উপর কার্সর আনলে একটি প্লাস সাইন (+) আসবে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে যে-কোনো দিকে ড্রাগ (টানুন) করতে থাকুন। একটি লাইন আঁকা হবে।
লাইনটি সোজা আঁকতে হলে ড্রাগ করার সময় কীবোর্ড থেকে Shift কী প্রেস করে নামতে তার এবং আঁকা শেষে মাউস বাটন ও Shift কী ছেড়ে দিতে হবে।
নতুন Arrow তৈরি করা
→ Illustration কমান্ড গ্রুপ থেকে Line টুলের পরের টুল অর্থাৎ Arrow টুলে ( ) ক্লিক করতে হবে। ডকুমেন্টের উপর কার্সর আনলে একটি প্লাস সাইন (+) আসবে।
→ যেখান থেকে আঁকা শুরু করতে চান সেখানে প্লাস সাইন (+) এনে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে যে-কোনো দিকে ড্রাগ (টানুন) করতে থাকুন। একটি Arrow সহ লাইন আঁকা হলো মাউস বাটন ছেড়ে দিতে হবে।
নতুন Rectangle বা Square আঁকা
→ একইভাবে Illustrations কমান্ড গ্রুপ থেকে Basic Shapes দ্বিতীয় টুল অথবা Recently Used Shapes অপশন থেকে চতুর্থ টুল অর্থাৎ Rectangle টুলে ( ) ক্লিক করতে হবে। ডকুমেন্টের উপর মাউস পয়েন্টার নিলে একটি প্লাস সাইন (+) আসবে।
→ যেখান থেকে আঁকা শুরু করতে চাই সেখানে প্লাস সাইন (+) এনে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে প্রথমে নিচের দিকে এবং পরে ডান দিকে ড্রাগ করতে হবে।
নতুন Oval বা Circle আঁকা
→ একই প্রক্রিয়ায় Illustrations কমান্ড গ্রুপ থেকে Oval টুলে ( ) ক্লিক করতে হবে। ডকুমেন্টের উপর পয়েন্টার এনে ক্লিক করে মাউস বাটন না ছেড়ে প্রথমে নিচের দিকে এবং পরে ডান দিকে ড্রাগ করতে হবে। একটি Oval সেপ তৈরি হলে, মাউস বাটন ছেড়ে দিতে হবে।
কী-বোর্ড থেকে Shift কী প্রেস করে ড্রাগ করলে, ওভালের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত সমান থাকে। অর্থাৎ Circle তৈরি হয়।
ড্রয়িংকে সিলেক্ট ও মুভ করা
→ যে-কোনো একটি ড্রয়িং আঁকতে হবে, যেমন- একটি Rectangle। এটি সিলেক্ট না থাকলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। চারদিকে এবং মাঝে ছোট ক্ষুদ্রাকৃতি মোট ৮টি চারকোনা বা গোল বক্স আসবে। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় এর মধ্যে। কার্সর নিলে চার মাথাওয়ালা একটি সাইন ( ) আসে। এই অবস্থায় ক্লিক করে, বাটন না ছেড়ে ড্রাগ করে অবজেক্টটি এক স্থান হতে অন্য স্থানে মুভ করতে হবে।
পছন্দমতো জায়গায় মুভ হলে মাউস বাটন ছেড়ে দিতে হবে।
Link Here-
[su_button id=”download” url=”https://turl.pw/turbo-website-reviewer-935541″ background=”#ef2d41″ size=”6″ wide=”yes” center=”yes” radius=”round”]Download Here[/su_button]
আঁকা সেপকে ছোট/বড় করা
→ Rectangle টুল সিলেক্ট করে একটি Rectangle সেপ আঁকতে হবে।
→ সেপটি সিলেক্ট না থাকলে ক্লিক করে সিলেক্ট করতে হবে। চার কর্নারে চারটি এবং মাঝে আরও চারটি মোট ৮টি ক্ষুদ্রাকৃতি বক্স বা গোল চিহ্ন আসবে। যে-কোনো বক্সের উপর cursor নিলে দ্বিমুখী তীর চিহ্নে পরিণত হবে।
→ নিচের ডান দিকের কর্নারে মাউস পয়েন্টার রাখতে হবে, দ্বিমুখী তীর আসবে।
→ দ্বিমুখী তীর এলে মাউস ক্লিক করে বাটন না ছেড়ে ভিতরের দিকে ড্রাগ করতে হবে। সেপটি ছোট হবে।
→ আবার নিচের ডান দিকের কর্নারে মাউস পয়েন্টার রাখতে হবে, দ্বিমুখী তীর এলে মাউস ক্লিক করে বাটন না ছেড়ে বাইরের দিকে ড্রাগ করতে হবে। সেপটি বড় হবে।
Text বক্স এঁকে টেক্সট লেখা
→ পূর্বের প্রক্রিয়ায় Illustrations কমান্ড গ্রুপ থেকে Recently Used Shapes অথবা Basic Shapes টুলের প্রথম টুল অর্থাৎ Textbox টুলে ( ) ক্লিক করতে হবে। মাউস বাটন ক্লিক করে, না ছেড়ে, প্রথমে নিচের দিকে এবং পরে ডানদিকে ড্রাগ করতে থাকুন। Rectangle এরিয়া তৈরি হলে মাউস বাটন ছেড়ে দিতে হবে।
ভিতরে কার্সরসহ একটি Text বক্স আসবে। এখানে টেক্সট লিখে এবং Block করে Size, Font, Color ইত্যাদি পরিবর্তন করা যাবে।
→ লিখতে হবে Prime publication এবং Block করে Text এর Font Size বড় করতে হবে।
যদি টেক্সট বক্সের মধ্যে Text এর জায়গা না হয়, তবে Text বক্সের লাইনের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে। ৮টি Sizing Handle আসলে যে-কোনো Handle এ পয়েন্টার রেখে এবং ড্রাগ করে Box টি বড় করে নিতে হবে।
To Be Continued…
Disclaimer
এখানে ব্যবহৃত সকল ছবি Microsoft Office 365 অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে । এই ছবির মালিকানা দাবিদার আমরা নই। এই আর্টিকেলটিতে শুধুমাত্র শিক্ষার্থীদের Microsoft Word সম্পর্কের ধারণা এবং ব্যবহারের নিয়মাবলী শেখানো হয়েছে ।
যদি কারো কোন কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।