কম্পিউটার স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা (Basic)

আপনি নিজের জন্য কম্পিউটার বানাতে চাচ্ছেন, কিন্তু কি কি লাগবে জানেন না। তাদের কথা চিন্তা করে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। যেন আপনি কম্পিউটার এর সম্পূর্ণ পার্টস সম্পর্কে ধারণা পান।

এই আর্টিকেলের জানবেন র‍্যাম, প্রসেসর, HDD ইত্যাদি সম্পর্কে। আর আর্টিকেল এর শেষে কিছু লিস্ট পেয়ে যাবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো চলুন আর দেরি না করে আজকের আর্টিকেলটি শুরু করি।

 

একটি কম্পিউটার সেটের পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন

→ সিস্টেম ইউনিট বা সিপিইউ

→ মনিটর

→ কী-বোর্ড ও মাউস

→ সিপিইউ

 

সিপিইউ নিম্নলিখিত যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত :

(ক) মাদারবোর্ড

(খ) প্রসেসর

(গ) হার্ড ডিস্ক

(ঘ) Ram

(ঙ) ক্যাসিং বা সিস্টেম ইউনিট বক্স।

 

এ ছাড়াও ব্যবহারকারীর চাহিদানুযায়ী সিস্টেম ইউনিটের সাথে এক্সটারনাল কিছু ডিভাইস ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে গ্রাফিক্সের জন্য VGA/AGP, Card, Multimedia-র জন্য Sound Card, CD/DVD Rom, অন্য ড্রাইভের মধ্যে CD Writer, DVD Writer, Combo Drive, USB Flash Drive, Memory Card ইত্যাদি। অন্য কার্ডের মধ্যে Lan Card, TV Card, Capture Card, Jack Card, USB Card এবং Modem ।

 

মাদারবোর্ড (Mother Board)

কম্পিউটারের মূল ডিভাইস হচ্ছে Mother Board । এটিকে Main Board ও বলা হয়। এতে বিভিন্ন ধরনের স্লট থাকে এবং এই সমস্ত স্লটে বিভিন্ন ধরনের কার্ড, RAM, Processor ইত্যাদি বসানো হয়।

কম্পিউটার, মাদারবোর্ড
MotherBoard

 

মাদারবোর্ড নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়–

 

ব্রান্ড বা কোম্পানি

মাদারবোর্ড বিভিন্ন ব্রান্ডের বা কোম্পানীর হয়ে থাকে। যেমন- ইন্টেল, গিগাবাইট, আসুস, MSI ইত্যাদি। তুলনামূলকভাবে ইন্টেল কোম্পানীর মাদারবোর্ড সেরা।

 

সাপোর্টিং ক্যাপাসিটি

কি পরিমান ক্ষমতার প্রসেসর ও র্যাম সাপোর্ট করে তা নির্ভর করে মাদারবোর্ডের উপর। যেমন- Core আই-৩, কোর আই-৫, কোর আই ৭ প্রসেসর এবং ২/৪/৮/১৬/৩২ গিগাবাইট Ram সাপোর্ট করে কিনা ।

 

স্লট/ পোর্ট সংখ্যা

স্লট/পোর্ট সংখ্যাও মাদারবোর্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন- র্যাম স্লট কয়টি, ইউএসবি পোর্ট ও SATA হার্ডডিস্ক পোর্ট কয়টি ইত্যাদি।

 

গ্রাফিক্স

বর্তমানে গ্রাফিক্স কার্ড মাদারবোর্ডের সাথে বিল্ট-ইন অবস্থায় থাকে। ফলে গ্রাফিক্স কার্ডের রেজুলেশন কত গ্রাফিক্স মেমোরির পরিমাণ ও মাদারবোর্ড এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন 4GB, 6GB ইত্যাদি।

অডিও

বর্তমানে অডিও কার্ড মাদারবোর্ডের সাথে বিল্ট-ইন অবস্থায় থাকে। ফলে অডিও কোয়ালিটিও মানারবোর্ডের ক্ষেত্রে গুপ্তপূর্ণ ।

 

প্রসেসর (Processor)

এটি হচ্ছে মূল Processing ইউনিট, সমস্ত ইনস্ট্রাকশন এটি প্রসেস করে থাকে। এই প্রসেসরকে মাইক্রোপ্রসেসর বলে এদের মধ্যে আবার কিছু Pin Processor এবং কিছু Start-1 Processor রয়েছে।

কম্পিউটার, প্রসেসর
প্রসেসর

 

প্রসেসর নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়-

 

প্রসেসর ব্র্যান্ড

প্রসেসর বিভিন্ন ব্র্যান্ডের বা কোম্পানির হয়ে থাকে। যেমন- ইন্টেল, IBM , AMD, সেলেরন, সাইরিক্স ইত্যাদি। তুলনামূলকভাবে Inel কোম্পানির প্রসেসর সেরা।

Processor Brands
Processor Brands

 

প্রসেসর ভার্সন বা টেকনোলজি

প্রসেসরের প্রযুক্তিগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন— কোর আই-৩, কোর আই-৫, কোর আই-৯ ইত্যাদি।

 

বাস স্পিড

প্রসেসরের বাস স্পিডও গুরুত্বপূর্ণ। বাস স্পিড যত বেশি প্রসেসরের কার্যক্ষমতা তত বেশি।

 

র‍্যাম (RAM)

 

এটি একটি অস্থায়ী মেমরি। কম্পিউটার চালু অবস্থায় এটি কার্যকর হয়। পাওয়ার বদ্ধ করে দিলে এটি ফাঁকা হয়ে যায়। RAM এর পূর্ণ অর্থ হচ্ছে Random Access Memory.

র‍্যাম (RAM), কম্পিউটার
চিত্র: RAM

Ram নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়-

ব্র্যান্ড বা কোম্পানি : র‍্যাম বিভিন্ন ব্র্যান্ডের বা কোম্পানির হয়ে থাকে। যেমন- টুইনমস, কিংস্টোন, এপাসার, এডাটা, ডাইনেট ইত্যাদি। তুলনামূলকভাবে টুইনমস, কিংস্টোন কোম্পানির র‍্যাম সেরা।

ভার্সন বা টেকনোলজিঃ র‍্যামের প্রযুক্তিগত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন— SD, DDR-3, DDR-4 ইত্যাদি। DDR-5 হলো সর্বশেষ প্রযুক্তির শক্তিশালী র‍্যাম।

বাস স্পিডঃ র‍্যামের বাস স্পিডও গুরুত্বপূর্ণ। যেমন- 5GHz ইত্যাদি। বাস স্পিড যত বেশি র‍্যামের কার্যক্ষমতা তত বেশি।

 

Hard disk (Storage Unit)

এটি একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস। সমস্ত ধরনের ইনফরমেশন এখানে সংক্ষরণ করে রাখা হয়। এর মূল উপাদান হচ্ছে উভয় পাশে চৌম্বক পদার্থের পাতলা আবরণসহ অ্যালুমিনিয়ামের পাত।

Hard disk, কম্পিউটার
Hard disk (Internal and External)

 

Hard disk নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়-

ব্র্যান্ড বা কোম্পানিঃ Hard disk বিভিন্ন ব্র্যান্ডের বা কোম্পানির হয়ে থাকে। যেমন— ওয়েস্টার্ন ডিজিটাল (ডাব্লিউডি), হিটাচি, সিগেট, স্যামসাং, ম্যাক্সটর, সনি ইত্যাদি। অবশ্য বর্তমানে শুধুমাত্র ওয়েস্টার্ন ডিজিটাল (ডাব্লিউডি), হিটাচি, সিগেট কোম্পানিই হার্ডডিস্কের প্রধান নির্মাতা।

অন্যান্য কোম্পানিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান হতে এক্সেসরিজ তৈরি করে অ্যাসেম্বল করে থাকে। ফলে ওয়েস্টার্ন ডিজিটাল (ডাব্লিউডি), হিটাচি, সিগেট কোম্পানির Hard disk সেরা।

RPM : rpm হলো rotation/rate per minute. হার্ড ডিস্কের rpm বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্ডডিস্কের কাজের গতি নির্ভর করে উহার rpm এর উপর। বিভিন্ন মডেলের হার্ড ডিস্কের rpm বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন- ৭২০০, ১০০০ ইত্যাদি ।

ইন্টারফেসঃ হার্ডডিস্ক ইন্টারফেস গুরুত্বপূর্ণ। সাধারণত SCSI, PATA, SATA ইন্টারফেসের হার্ড ডিস্ক বহুল প্রচলিত। এদের মধ্যে SATA প্রযুক্তি উন্নততর।

ক্যাপাসিটি : হার্ডডিস্কের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে কী পরিমাণ ডাটা তাতে সংরক্ষণ করে রাখা যাবে। বর্তমানে ১২. ৪, ৮, ১৬ TB হার্ডডিস্ক বেশ জনপ্রিয়।

 

Casing

এটি একটি বড় বাক্স। যার মধ্যে কম্পিউটারের সমস্ত ডিভাইসগুলো লাগাতে হয়। এটিকে সিস্টেম ইউনিট বঙ্গ বা CPU বক্সও বলা হয়।

কম্পিউটার Casing
PC Casing

Casing নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়-

ব্র্যান্ড: Casing – বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। সকল ব্রান্ডই প্রায় সমমানের। তবে ডাবল কুলিং সিস্টেম এবং বড় পরিসরের ক্যাসিং ভালো।

 

পাওয়ার সাপ্লাই ইউনিট

কম্পিউটারের বিভিন্ন এক্সেসরিজ (যন্ত্রাংশ) ভালো বা সচল থাকা নির্ভর করে এর পাওয়ার সিস্টেমো উপর। আর এ পাওয়ার সিস্টেম ক্যাসিং এর সাথে বিল্ট-ইন অবস্থায় থাকে। সাধারণত ATX (Advanced Technology Extended) টেকনোলজির পাওয়ার সিস্টেম আধুনিক মাদারবোর্ডের সাথে সমর্থনযোগ্য।

মনিটর (Monitor)

মনিটর একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। এটি হচ্ছে তথ্য প্রদর্শনের একটি মাধ্যম, যা ভিডিও কন্ট্রোলার কার্ড বা এডাপ্টার থেকে প্রাপ্ত সংকেতকে যথাযথ রূপান্তরের পর নিজস্ব স্কিনে দেখায়।

কম্পিউটার মনিটর (Monitor)
মনিটর (Monitor)

Monitor নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়—

 

ব্র্যান্ডঃ বিভিন্ন মডেলের মনিটর বাজারজাত হয়ে থাকে। যেমন- স্যামসাং, ডেল, ফিলিপস, এলজি, ভিউ সনিক, সনি, এগুলি, হুদাই, এইচপি উল্লেখযোগ্য । এদের মধ্যে স্যামসাং, এইচপি, স্যামসাং, ডেল ও ফিলিপস জনপ্রিয়।

প্রযুক্তি : CRT ( Cathode Ray Tube), LCD (Liquid Crystal Display), LED (Light Emitting Diode), ADU (Amoled Display Unit)-সহ বিভিন্ন প্রযুক্তির মনিটর পাওয়া যায়। এদের মধ্যে এলইডি এবং এডিইউ উত্তম।

আকার/সাইজঃ বর্তমানে ১৬ইঞ্চি হতে শুরু করে ৮৫ইঞ্চি পর্যন্ত আকারের ডিসপ্লে সম্বলিত মনিটর তৈরি হচ্ছে। এদের মধ্যে ১৬, ১৮.৫ এবং ২১.৫ ইঞ্চি সাইজের মনিটর বেশি জনপ্রিয়। বর্তমানে কিছু কিছু মডেলের স্মার্ট টিভিকেও মনিটর হিসেবে ব্যবহার করা যায়।

 

রেজুলেশন

মনিটরের নিখুঁত আউটপুট নির্ভর করে এর রেজুলেশনের উপর। মনিটরের রেজুলেশন যত বেশি এর ডিসপ্লে মান তত উন্নত। তাই ভালো মানের ছবি বা চিত্র প্রদর্শনের জন্য উচ্চ রেজুলেশনের মনিটর প্রয়োজন।

 

Uninterruptible Power Supply (UPS)

পাওয়ার চলে গেলেও কিছু সময়ের জন্য পাওয়ার সংরক্ষণ করে রাখার যন্ত্রটির নাম UPS (Uninterruptible Power Supply)

কম্পিউটার UPS
Uninterruptible Power Supply

UPS নির্বাচন বা ক্রয়ের ক্ষেত্রে প্রধানত নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হয়—

ব্র্যান্ডঃ দেশি এবং বিদেশি বিভিন্ন মডেলের ইউপিএ বাজারজাত ত হয়ে থাকে। দেশীয়গুলোর মধ্যে রহিম আফরোজ, অ্যাপোলো, MaxGreen ইত্যাদি জনপ্রিয়।

ক্যাপাসিটিঃ ইউপিএসের ক্যাপসিটি নির্ভর করে বিদ্যুৎ চলে যাওয়ার পর কত সময় পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে পারে তার উপর। সাধারণত আধা ঘণ্টা হতে শুরু করে ২, ৩, ৪, ৫ ঘণ্টা ব্যাকআপের ইউপিএসগুলো বেশি ব্যবহৃত হয়।

প্রযুক্তিঃ UPS Online, Off Line এই দুই ধরনের হয়। এদের মধ্যে Online উত্তম

 

Mid budget computer

এখানে লেখা পার্টসগুলো স্পনসর নয়।

ক্রমিক নাম্বার যন্ত্রাংশের নাম যন্ত্রাংশের বিবরণ
1 মাদারবোর্ড GIGABYTE A520M H AM4 Micro ATX
2  প্রসেসর  AMD Ryzen 5 5600G
3  RAM  TwinMos 8GB 3200MHz DDR4
4  Storage  Gigabyte 128GB PCIe 3.0×2 NVMe SSD
5  Casing  Xtreme V3 Full Window Gaming Case
6  Monitor  HP M22f 22″ FHD IPS Monitor
7  কী-বোর্ড  A-4 Tech
8  মাউস  A4 Tech
9  UPS  MaxGreen 850VA Offline UPS
My Recommendation

Disclaimer

এই আর্টিকেলটি শুধুমাত্র যারা নতুন কম্পিউটার পার্টস সম্পর্কে বেশি কিছু জানে না তাদের জন্য। এই আর্টিকেলের শুধুমাত্র বেসিক ধারণা দেওয়া হয়েছে।

Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as news reporting, teaching, scholarship, education, and research. Please read our DMCA.

Leave a Comment