সেলফিন একাউন্ট খোলার নিয়ম | How to create Cellfin Account

আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে সেলফিন একাউন্ট খুলতে হয়! সেলফিন হচ্ছে ইসলামী ব্যাংকের একটি শাখা। সরাসরি ইসলামী ব্যাংকের অধীনে চলে এই শাখাটি। এটি মুলত মোবাইল ব্যাংকিং সিস্টেম। যার মাধ্যমে আপনি বিকাশের মত সকল সুযোগ সুবিধা পাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের পোস্টে যাওয়া যাক।

সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট খোলার নিয়ম

আরও পড়ুন:-

 

সেলফিন কি?

(Cellfin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) এর ডিজিটাল ওয়ালেট সার্ভিস। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক শাখা হিসাবে ব্যবহার করা যেতে পারে।

কি না করা যায় এখানে,ব্যাংক একাউন্ট খোলা,ব্যালেন্স ট্রান্সফার করা,স্টেটমেন্ট দেখা,বিল পরিশোধ করা,চেকের জন্য আবেদন করা ইত্যাদি সবই করা যাবে মোবাইলের মাধ্যমে। শুধু তাই নয় ব্যাংকিং এর বহু সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকের এই অ্যাপটিতে।

cellfin একাউন্ট খোলার জন্য কি লাগবে?

cellfin একাউন্ট খোলার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে cellfin একাউন্ট খুলতে পারবেন।

একাউন্ট খোলার জন্য যা যা লাগবে সবকিছু নিচে আলোচনা করা হলো:-

  1. বয়স কমপক্ষে ১৮বছর হতে হবে।
  2. এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে।
  3. সচল একটি মোবাইল সিমকাড থাকতে হবে।
  4. একটি স্মার্টফোন থাকতে হবে যাতে সেলফিন অ্যাপ ব্যবহার করা যাবে।

cellfin একাউন্ট হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ডিজিটাল ওয়ালেট সার্ভিস। এই একাউন্ট আপনি ঘরে বসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে খুলতে পারবেন। একাউন্ট খোলার জন্য আপনার নিম্নলিখিত জিনিসগুলো প্রয়োজন হবে:

  • একটি সচল মোবাইল ফোন
  • একটি বৈধ বাংলাদেশী নাগরিকত্বের পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স)
  • একটি সচল মোবাইল নাম্বার

cellfin একাউন্ট খোলার নিয়ম | How to create Cellfin Account

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপটি ডাউনলোড করুন।

২. অ্যাপটি ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।

৩. “Registration” এর ওপরে ক্লিক করুন।

৪. আপনার একটি সচল মোবাইল নাম্বার দিন।

৫. আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে। OTP কোডটি বসিয়ে দিন।

৬. আপনার ভোটার আইডি কার্ডের সামনে ও পিছনের ছবি তুলুন।

৭. আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দিন।

৮. “Submit” বাটনে ক্লিক করুন।

আপনার তথ্য যাচাই করে সেলফিন কর্তৃপক্ষ আপনার একাউন্টটি একটিভ করে দেবে। সাধারণত ২৪ ঘন্টার মধ্যে একাউন্টটি একটিভ হয়ে যায়। তবে কখনো কখনো কিছুটা সময় বেশি লাগতে পারে।

cellfin একাউন্ট খোলার পর আপনি নিম্নলিখিত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:

  • মোবাইল ব্যাংকিং সেবা
  • পেমেন্ট গেটওয়ে সেবা
  • মোবাইল রিচার্জ
  • বিল পরিশোধ
  • ক্যাশ ইন/আউট
  • অনলাইন কেনাকাটা

cellfin একাউন্ট ডিলিট

cellfin অ্যাকাউন্ট ডিলিট করার কোন সুযোগ নেই। তবে আপনি চাইলে সব সময়ের জন্য আপনার কাঙ্খিত অ্যাকাউন্টটি ডিএক্টিভেট করে রাখতে পারবেন। মূলত ইসলামী ব্যাংক এর একটি শাখা হচ্ছে সেলফিন। যেহেতু সেলফিনের মধ্যে অনেকেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে,তাই এই অ্যাকাউন্ট ডিলিট করার কোন অপশন রাখেনি ব্যাংক কর্তৃপক্ষ। আশা করছি বুঝতে পেরেছেন।

cellfin নাম্বার পরিবর্তন

অনেক সময় আমাদের সেলফিন নাম্বার পরিবর্তন করতে হয়। আপনি খুব সহজে আপনার মোবাইলের থাকা cellfin নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। তবে নিজে থেকেই নাম্বার পরিবর্তন করার কোন অপশন নেই। এজন্য আপনাকে সেলফিন কাস্টমার কেয়ারে কল দিতে হবে। সেলফিনের কাস্টমার কেয়ারের নাম্বারটি হল ১৬২৫৯। এই নাম্বারটিতে কল দিয়ে আপনি খুব সহজেই আপনার সেলফিন একাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে সেলফিনের নাম্বার পরিবর্তন করতে হয়।

cellfin হেল্পলাইন

সেলফিন ২৪ ঘন্টা কল সেন্টার অন থাকে। আপনি চাইলে আপনার সমস্যা হেল্প লাইনের মাধ্যমে সমাধান করতে পারেন। সেলফিন হেল্পলাইন নাম্বারটি হল ১৬২৫৯ এবং তাদের হেল্প লাইনের ইমেইল ঠিকানাটি হল support.portal@islamibankbd.com

আপনার যে কোন সমস্যা সমাধানে তারা সব সময় সদা তৎপর থাকবে।

cellfin চার্জ

লেনদেনের ধরণ চার্জ
cellfin ব্যালেন্স দেখা ফ্রি
এড মানি ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে বা ডেবিট কার্ড থেকে ফ্রি
এড মানি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে(খিদমাহ কার্ড) ০.৭%+ভ্যাট
এড মানি অন্য ব্যাংক থেকে ২%
এড মানি এম ক্যাশ(mCash) থেকে ১%
cellfin একাউন্ট থেকে অন্য সেলফিন একাউন্টে ফ্রি
ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট ৫ টাকা
ফান্ড ট্রান্সফার(NPSB) ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত)
ফান্ড ট্রান্সফার(EFT) ০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত)
টাকা উত্তোলন এটিএম থেকে ফ্রি
রেমিটেন্স গ্রহণ ফ্রি
পেমেন্ট ফ্রি

 

Cellfin থেকে টাকা উত্তোলন

cellfin থেকে টাকা উত্তোলন করার জন্য আপনাকে যা যা অনুসরণ করতে হবে:

  1. আপনার cellfin অ্যাপটি ওপেন করুন।
  2. “টাকা উত্তোলন” এই অপশনটি সিলেক্ট করুন।
  3. আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে চান সেই একাউন্ট সিলেক্ট করতে হবে।
  4. আপনি যে পরিমাণ টাকা উত্তোলন করতে চান তা লিখুন।
  5. আপনার পিন নম্বরটি বসিয়ে দিন।
  6. “অ্যাপ্রুভ” অপশনটির ওপর চাপ দিন।

আপনার cellfin অ্যাপটি আপনার কাছে একটি বারকোড প্রদর্শন করবে। এই বারকোডটি আপনার কাছে থাকা cellfin ডিভাইসটিতে স্ক্যান করুন।

আপনার টাকা উত্তোলন করা হয়ে যাবে।

যদি আপনার কাছে cellfin ডিভাইস না থাকে, তাহলে আপনি একটি cellfin বুথ থেকে টাকা উত্তোলন করতে পারেন। cellfin বুথগুলি সাধারণত ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাওয়া যায়।

শেষ কথা:-

প্রিয় পাঠক/পাঠিকা আশা করছি আপনি আজকের এই ছোট্ট আর্টিকেলের মাধ্যমে সেলফিন একাউন্ট কিভাবে খুলতে হয় সেটি জানতে পেরেছেন। এছাড়াও আমি সেলফিন একাউন্ট এর অন্যান্য বিষয় যেমন সেলফিনের চার্জ সেলফিন একাউন্টেটের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

আপনারা যদি এরপরও বুঝতে না পারেন বা আরও কোনো প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে!  তাহলে অবশ্যই আমাদের কে কমেন্ট করে আপনার মুল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর আমাদের পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে!  তাহলে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা এরকম পোস্ট প্রতিনিয়ত আপনাদের জন্য করে থাকি। ধন্যবাদ সবাইকে!  এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।


Leave a Comment