How to Start Using WHMCS for Free: A Complete Guide

WHMCS (Web Host Manager Complete Solution) হল একটি ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন যা ওয়েব হোস্টিং, সার্ভিস প্রোভাইডার এবং রিসেলারদের জন্য একটি বিলিং এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে থাকে। এটি একটি শক্তিশালী এবং বহুমুখী প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার ব্যবসায়ের সমস্ত প্রয়োজনীয়তা পরিচালনা করতে সহায়তা করবে।

WHMCS এর সাথে, আপনি আপনার সমস্ত বিলিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে পারেন, যেমন অ্যাকাউন্ট প্রোভাইডিং, আপগ্রেড এবং রিনিউয়াল, ডোমেইন ম্যানেজমেন্ট, ইমেল রিমাইন্ডার, এবং আরও অনেক কিছু। এটি আপনাকে সময় এবং অর্থ সাশ্রয় করতে এবং আপনার হোস্টিং ব্যবসায়ের দক্ষতা বাড়াতে সহায়তা করে।

WHMCS এর কিছু সুবিধা নিম্নরূপ:

  • অটোমেটিক বিলিং এবং ইনভয়েসিং: WHMCS আপনার সমস্ত বিলিং এবং ইনভয়েসিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে পারে, এর জন্য আপনি আপনার ব্যবসায়ে বেশি মনোযোগ দিতে পারবেন।
  • ক্লায়েন্ট ম্যানেজমেন্ট: WHMCS একটি বিস্তৃত ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সরবরাহ করে, যাতে আপনাকে আপনার ক্লায়েন্টদের অ্যাকাউন্ট, বিলিং ইতিহাস এবং সাপোর্ট অনুরোধগুলি ট্র্যাক করতে পারবেন।
  • ডোমেইন ম্যানেজমেন্ট: WHMCS আপনার ডোমেইন নামগুলি পরিচালনা করতে পারে, যেমন রেজিস্ট্রেশন, নবায়ন এবং স্থানান্তর(ট্রান্সফার)।

যদি আপনি আপনার ওয়েব হোস্টিং ব্যবসায়ের জন্য একটি শক্তিশালী এবং বহুমুখী বিলিং এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম খুঁজছেন, তাহলে WHMCS একটি দুর্দান্ত বিকল্প।

WHMCS Free Download

আজকে এই আর্টিকেলে বলবো, কিভাবে whmcs free download করে ব্যবহার করবেন। এর জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে গিফট হিসেবে দেওয়া হবে।

আগেই বলে রাখি এটি Null ভার্সন। যার কারণে আপনি অটোমেটিক আপডেট পাবেন না। WHMCS এ কোন অফিসিয়াল আপডেট আসলে তা আপনাকে ম্যানুয়ালি আপডেট করতে হবে। যদি আপনি অটোমেটিক আপডেট চান, তাহলে রিকমেন্ডেড করব তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে ব্যবহার করার জন্য।

Video Guide

Video

Download WHMCS Nulled

এখন বলব কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না। হালকা নিচে scroll করলে দেখতে পাবেন একটি ডাউনলোড লিংক জেনারেট হচ্ছে। লিংকটি জেনারেট হওয়া পর্যন্ত ওয়েট করুন । জেনারেট হয়ে গেলে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে WHMCS free download হওয়া শুরু হয়ে যাবে।

Demo: whmcs.com

Link Here↓↓

[su_button id=”download” url=”https://asiabio.link/whmcs-trick-2964823″ background=”#ef2d41″ size=”6″ wide=”yes” center=”yes” radius=”round”]Download Here[/su_button]

WHMCS valid license key free

এখন আপনাদেরকে আমরা whmcs lifetime license free তে প্রোভাইড করব। এই লাইসেন্স key টি WHMCS একটিভ করতে এবং ইন্সটল করতে সাহায্য করবে। লাইসেন্স key ছাড়া আপনি whmcs ইন্সটল করতে পারবেন না।


আগে অবশ্যই বলে রাখি এই লাইসেন্স key টি শুধুমাত্র উপর থেকে ডাউনলোড করা .zip ফাইলে কাজ করবে। অন্য কোথাও থেকে ডাউনলোড করলে এই লাইসেন্স key টি কাজ নাও করতে পারে।

whmcs free license key 2023 টি হলো:

0cabba15a84e55c28803e1f941b0c173

Install WHMCS on cPanel

এখন আপনাদের বলব কিভাবে whmcs setup করবেন এবং C-প্যানেলে ইন্সটল করবেন। এটি ইন্সটল করা খুবই সহজ। আপনাদেরকে শুধুমাত্র কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো ফলো করলে খুব সহজে ফ্রিতে আপনার সি-প্যানেলে ইন্সটল করতে পারবেন। তো চলুন Install process শুরু করা যাক। স্টেপ বাই স্টেপঃ

১। আপনাদের প্রথম কাজ হল, উপরে দেওয়া ফাইলটি ডাউনলোড করে সেভ করে নেওয়া। কারণ উপরের ফাইল ছাড়া ইন্সটল করা অসম্ভব।

২। আপনার দ্বিতীয় স্টেপ হবে, আপনার হোস্টিং বা cPanel একাউন্টে লগইন করা। যাতে আমরা ডাউনলোড করা স্ক্রিপ্টটি ইন্সটল করতে পারি।

WHMCS Install cPanel
WHMCS Install cPanel

৩। আপনাদের পরবর্তী স্টেপ হবে এ গিয়ে একটি ডাটাবেজ ইউজারনেম এবং ইউজার তৈরি করে নেওয়া। এবং সাথে তাদের মধ্যে সংযুক্ত স্থাপন করা।

WHMCS ডাটাবেজ
ডাটাবেজ

৪। এই স্টেপ এ আপনাদের cPanel-এর একাউন্ট এর ফাইল ম্যানেজার ওপেন করুন। যেখানে আপনি whmcs-8.7.3-by-TrickMS.zip স্ক্রিপটি আপলোড করবেন।

WHMCS file upload in cPamel
WHMCS file upload in cPanel

৫। এরপর আপনার whmcs-8.7.3-by-TrickMS.zip ফাইলটি আপলোড করে দিন। এবং আপলোড সম্পন্ন হয়ে গেলে extract করে দিবেন।

File extract
File extract

৬। এরপরে আপনার ডোমেনটি ওপেন করবেন। অবশ্যই মনে রাখবেন WHMCS ব্যবহার করতে গেলে আপনার ডোমেইনে SSL সার্টিফিকেট থাকতে হবে। নাহলে ইন্সটল করতে পারবেন না। ইনস্টল করতে গেলে যেভাবে আপনার ডোমেটি ওপেন করবেন(Ex: https://yourdomain.com/install )

WHMCS install url
WHMCS install URL

৭। এরপরে লাইসেন্স এর টার্মস এন্ড কন্ডিশন ভালোভাবে পড়ে agree দিবেন।

WHMCS Agreement
WHMCS Agreement

৮। এখানে আপনার ডাটাবেজ এর তৈরি করা ডাটাবেজনেম ও ইউজারনেম এবং পাসওয়ার্ড এর জায়গায় পাসওয়ার্ড বসাবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।

৯। এখন আপনাকে আপনার এডমিন প্যানেলে লগইন করার ইনফর্মেশন পূরণ করতে হবে। ইনফরমেশন দেওয়া হয়ে গেলে complete setup বাটনে ক্লিক করবেন। তাহলে ইন্সটল কমপ্লিট হয়ে যাবে।

Admin Info
Admin Info Whmcs

কিন্তু এখনই চলে যাবেন না। কিছুটা কাজ বাকি রয়েছে। না হলে আপনার ওয়েবসাইট কাজ করবে না। এর জন্য আপনার সি-প্যানেলে আবার লগইন করে ফাইল ম্যানেজার চলে যাবেন।

Install folder

সেখানে দেখতে পাবেন install নামের একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারটিকে ধরে ডিলিট করে দিবেন। তাহলে আপনার whmcs setup এর কাজ সম্পন্ন হল।

Thanks for reading!

Disclaimer

This article is for educational purposes only. The information in this article is provided as-is and without warranty of any kind. The author does not assume any responsibility for any damages that may result from the use of this information.

Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Read Our DMCA .

Thank you for your understanding.

Leave a Comment