বাংলাদেশ অনেক আগে থেকেই মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়েছিল। বিকাশ, নগদ মোবাইল ব্যাংকিং এর মতই upay, এটিও একটি মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমান সময়ে নতুন একটি মোবাইল ব্যাংকিং সেবা হল upay। বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং সেবায় আমরা যেরকম মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ক্যাশ ইন, বিভিন্ন ধরনের পেমেন্ট, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, ইত্যাদি দিতে পারি, ঠিক সেইরকম সেবা দিয়ে থাকে upay ব্যাংকিং সেবা। কিন্তু অনেকে কিভাবে একাউন্ট খুলতে হয় তা জানেনা কি করে উপায় একাউন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন সহ রিচার্জ ক্যাশ আউট ক্যাশ ইন ইত্যাদি সব ধরনের কাজ কিভাবে করতে হয় এগুলো না-জানার মূল কারণ উপায় ব্যাংকিং সেবায় বাংলাদেশের মার্কেটে একদম নতুন।
এই কারণে নতুন উপায়ে গ্রাহকদের জন্য আজকে আমরা মূলত উপায় একাউন্ট খোলার নিয়ম, উপায় একাউন্টের সুবিধা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ধৈর্যসহকারে আমার এই আর্টিকেলটি পড়বেন। তাহলে আপনি খুব সহজেই কিভাবে বাটন ফোন দিয়ে একাউন্ট উপায় একাউন্ট খোলা যায় তা আশাকরি বুঝতে পারবেন।
প্রিয় পাঠক-পাঠিকা আপনারা অনেকেই গুগোল কিংবা ইউটিউবে গিয়ে উপায় একাউন্ট কিভাবে খুলতে হয় সে সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন। কিন্তু সঠিক ভাবে কোথাও আপনি একাউন্ট কিভাবে খুলতে হয় তা ভালোভাবে বুঝতে পারেননি। আজকের এই পোস্টের মাধ্যমে আপনাকে আমি ধরে ধরে শিখিয়ে দেবো কিভাবে বাটন ফোন দিয়ে আপনি উপায় একাউন্ট খুলতে পারবেন।
বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলা একদম পানির মত সহজ। আমি আপনাকে হাতে-কলমে ধাপে ধাপে শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো প্রথমত আপনাকে উপায় একাউন্ট খুলতে গেলে আপনার ফোনে ডায়াল অপশনে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে *২৬৮# এই কোডটি লিখে আপনার ব্যবহার করা সিম অপারেটর থেকে এনআইডির তথ্য সংগ্রহের অনুমতি দিতে হবে। তারপর উপায় আপনাকে একটি পিক পাঠাবে। সেই পিনটি সংগ্রহ করে আপনাকে নতুন পিন সেট আপ করতে হবে। তো এভাবেই মূলত বাটন ফোন দিয়ে আপনি খুব সহজেই উপায় খুলে ফেলতে পারবেন।
👉 প্রথম ধাপঃ
🟊🟊🟊 ছবিতে দেওয়া উপায় কোড ডায়াল করুন। কোডটি হলো *২৬৮#।
👉 দ্বিতীয় ধাপঃ
🟊🟊🟊 এরপর আপনার সামনে এরকম চলে আসবে। আপনি এখানে সিম্প্লি Yes অর্থাৎ 1 বাটনে প্রেস করে সেন্ড করে দিবেন। মূলত এখানে উপায় আপনার এনআইডি কার্ডের নম্বরটি দেওয়ার জন্য অনুমতি চাইছে। তাই আপনি যদি এনআইডি কার্ড এর নাম্বার না দিতে চান তাহলে আপনাকে 2 অর্থাৎ No প্রেস করতে হবে। আর যদি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে একাউন্ট খুলতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 অর্থাৎ Yes বাটনে প্রেস করতে হবে। এরপর সিম্প্লি সেন্ড করে দিতে হবে।
তবে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি প্রথমেই আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেন, তাহলে পরবর্তীতে আপনাকে আর কষ্ট করে এনআইডি কার্ড এর নাম্বার বসাতে হবে না। তাই আপনাকে আমি সাজেস্ট করবো যখন আপনি একাউন্ট খুলতে যাবেন তখন অবশ্যই 1 প্রেস করবেন অর্থাৎ Yes বাটনে প্রেস করে সেন্ড করে দেবেন।
👉 তৃতীয় ধাপঃ
🟊🟊🟊 এরপর আপনার সামনে এই লেখাটা চলে আসবে, “Successfully started registration process. Please wait for confirmation.” তো এখানে মূলত আপনার আর কোন কাজ নেই আপনি এখানে ওকে/OK বাটন দেখতে পাচ্ছেন ওকে বাটনে প্রেস করে দিবেন।
👉 চতুর্থ ধাপঃ
🟊🟊🟊 পরবর্তীতে আপনার ফোনে একটি টেম্পোরারি পিন উপায় থেকে পাঠিয়ে দিবে। এই পিনটি আপনাকে ২৪ ঘন্টার মধ্যেই সেট করতে হবে। যদি তা না করেন তাহলে আপনার একাউন্টে ওপেন হবে না। তখন পুনরায় আপনাকে নতুন করে আবার নতুন একাউন্ট খুলতে হবে। এখন আপনি এই পিনটি কপি করে নিন অথবা মুখস্ত করে নিন। এরপর নিচের ধাপ অনুসরন করুন।
তবে বলে রাখা ভালো যে, এই টেম্পোরারি পিন কিন্তু সবার জন্য একই রকম হবে না। আলাদা আলাদা পিন হবে সবার জন্য।
👉 পঞ্চম ধাপঃ
🟊🟊🟊 এবার আপনাকে আবার পুনরায় উপায় ডায়াল কোড টি টাইপ করতে হবে কোডটি হলো *২৬৮#।
👉 ষষ্ঠ ধাপঃ
🟊🟊🟊 এবার আপনাকে যে টেম্পোরারি পিনটি দেওয়া হয়েছিল সেই পিনটি এখানে বসিয়ে দিবেন। তারপর সেন্ড বাটনে প্রেস করবেন।
👉 সপ্তম ধাপঃ
🟊🟊🟊 এর পরেই আপনার সামনে নতুন পিন সেট আপের জন্য এই অপশনটি চলে আসবে। এখানে বলে রাখছি আপনাকে অবশ্যই চারটি ডিজিটের পিন নাম্বার সেট করতে হবে। এর কম হলে পিন সেটাপ হবে না। তাই অবশ্যই আপনি চার ডিজিটের নতুন পিন বসিয়ে দিবেন আপনার মনের মত। তবে এখানে উল্টাপাল্টা পিন দিলে হবে না। এমন পিন দিবেন যাতে আপনি মনে রাখতে পারেন। কারন এই পিনটি দিয়ে আপনি যতবার টাকা লেনদেন করবেন এই পিনটি আপনাকে বসাতে হবে।
👉 অষ্টম ধাপঃ
🟊🟊🟊 পুনরায় নতুন পিন দিয়ে সেন্ড বাটনে প্রেস করে দিবেন।
👉 নবম ধাপঃ
🟊🟊🟊 এরপর আপনার সামনে উপায় সার্ভিস লিস্টটি চলে আসবে। এখন আপনি অনায়াসেই বিকাশ, নগদ,রকেটের মতো সকল পরিসেবা গ্রহণ করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ
সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে বা খুদে বার্তা আসবে যার মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ওপেন হয়েছে। তবে আপনার ফেস ভেরিফিকেশন না হওয়ার কারণে আপনার কিছু পরিসেবা এভেলেবেল হবে না। তাই আপনাকে উপায় অ্যাপস টি ডাউনলোড করে ভেরিফিকেশন করে নিতে হবে। অন্যথায় আপনার বিশেষ কিছু পরিষেবা বন্ধ থাকবে।
সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ফোনে একটি ম্যাসেজ আসবে বা খুদে বার্তা আসবে যার মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ওপেন হয়েছে। তবে আপনার ফেস ভেরিফিকেশন না হওয়ার কারণে আপনার কিছু পরিসেবা এভেলেবেল হবে না। তাই আপনাকে উপায় অ্যাপস টি ডাউনলোড করে ভেরিফিকেশন করে নিতে হবে। অন্যথায় আপনার বিশেষ কিছু পরিষেবা বন্ধ থাকবে।
👇👇নিজ ঘরে বসেই উপায় একাউন্ট খুলুন👇👇
এর পরেও যদি আপনার কোন রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি উপরের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি দেখে দেখে আপনি চাইলে ঘরে বসেই বাটন ফোন দিয়ে উপায় একাউন্ট খুলতে পারবেন।
শেষ কথা
আশা করি আপনি কিভাবে বাটন ফোনে উপায় একাউন্ট খুলতে হয় এ ব্যাপারে ভালো একটা ধারণা পেয়ে গিয়েছেন। এরপরেও যদি আপনাদের কোনরকম সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
1 thought on “বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম,upay account create”
উভয়ের আমার থেকে অনেক ভালো লেগেছে এবং এটার জিনিসপত্র গুলি টাকা আদান প্রদান করে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ধন্যবাদ
উভয়ের আমার থেকে অনেক ভালো লেগেছে এবং এটার জিনিসপত্র গুলি টাকা আদান প্রদান করে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ধন্যবাদ