রোনালদোর AI ভয়েস দিয়ে গান বানানো-কিভাবে করবেন? How To Make Rolandro AI Song – trickms.com

রোনালদোর AI ভয়েস দিয়ে গান বানানো-কিভাবে করবেন? How To Make Rolandro AI Song

আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় রোনালদো Ai ভয়েস দিয়ে বানানো হিন্দি/বাংলা গান শুনেছেন। AI দিয়ে বানানো এই গানগুলো সোশ্যাল মিডিয়া টিকটক,ফেসবুক,ইউটিউবে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। আপনারাও কিভাবে আপনার ইচ্ছামত গান Ai ভয়েস দিয়ে যেকোনো ফেমাস ব্যক্তি যেমন রোনালদো,মেসি, অরিজিৎ সিং, সনু নিগাম, রোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, শেখ হাসিনা ইত্যাদি ব্যক্তিসহ বিভিন্ন দেশের পপুলার মানুষগুলোর ভয়েস নিয়ে আপনিও গান বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখলে আপনিও এ ধরনের এআই সম্পর্কে জানতে পারবেন এবং বানাতেও পারবেন। চলুন কথা না বাড়িয়ে, শুরু করা যাক।

রোনালদোর মত AI ভয়েস বানানোর জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করলে, আপনিও খুব সহজেই AI ভয়েস দিয়ে গান বানাতে পারবেন।

 

1. প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে “Cover AI” এরপর প্রথমেই যে লিংকটি পাবেন সেটি “https://cover.ai” আসবে।

প্রথমে আসে এই লিংকটিতেই ক্লিক করতে হবে।

 

2. এরপর সাইটের ভিতরে ঢুকবে এবং হোম স্ক্রিনের নিচেই দেখতে পাবেন “TRY IT NOW”

আপনাকে এখানে ক্লিক করতে হবে

 

3. এরপর “Choose or Upload a Song” নামের অপশন পাবেন, সেখানে ক্লিক করে দিবেন

 

4. এরপর “Upload Your File” নামের প্রথমে একটি অপশন দেখতে পাবেন| সেখানে ক্লিক করে দিলে, আপনার ফাইল ম্যানেজার এ নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি যে গানের Cover AI ভয়েস করতে চান সেটিতে ক্লিক করে দেবেন



5. আপনার ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করা গানটি কিছুক্ষণের মধ্যে এই ওয়েবসাইটটিতে আপলোড হয়ে যাবে এবং তার নিচেই দেখতে পাবেন “Select Your Voice” দেয়া থাকবে আপনাকে সেখানে ক্লিক করে দিতে হবে এবং আপনার পছন্দের মানুষের ভয়েসটি সিলেক্ট করতে হবে

 

6. এর পরবর্তী ধাপে, আপনি যে ভয়েসটির Ai ভার্সন করতে চান ,তার দেশ এবং তাকে সিলেক্ট করতে হবে উদাহরণ হিসেবে আমি এখানে রোনাল্ডোর ভয়েস দিয়ে এয়াই কভার গান যেহেতু বানাবো তাই দেশ হিসেবে দিব পর্তুগাল পর্তুগাল দিলেই তার নিচেই চলে আসবে ক্রিস্টিয়ানো রোনালদোর Ai আপনাকে সেটিতে সিলেক্ট করতে হবে

আপনি চাইলে এখান থেকে মেসির দেশ আর্জেন্টিনা সিলেক্ট করে, মেসির ভয়েজেও গান বানাতে পারবেন এক কথায় এখান থেকে আপনি যে দেশের ব্যক্তির এআই ভয়েস দিয়ে গান বানাতে চান সেটি বানাতে পারবেন

7. পরবর্তী ধাপে আপনাকে আপনার ব্যবহৃত একটি ইমেইল এড্রেস দিতে হবে ইমেইল এড্রেস দেওয়ার পর নিচে একটি টিক মার্ক এর অপশন থাকবে, আপনাকে সেখানে ক্লিক করতে হবে এবং সবশেষে Lets Go! নামের একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন

8. এরপর আপনার Ai দিয়ে বানানো গানটি তারা প্রসেস করবে। এবং সেখানে লেখা থাকবে আপনার ইমেইলে পাঁচ মিনিটের মধ্যে তারা প্রসেস করা এআই ভয়েস দিয়ে বানানো গানটি পাঠিয়ে দিবে

9. আপনাকে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে তারা লিংক সহ একটি মেইল করবে আপনি সে মেইলে ক্লিক করলে আপনার করা এআই দিয়ে বানানো গানটি পেয়ে যাবেন আর আপনি যদি আপনার মেইলের ইনবক্সে না পান, সে ক্ষেত্রে মেইলের স্প্যাম অপশনে চেক করতে বলা হয়েছে আমি এআই দিয়ে যে গানটি বানিয়েছিলাম সেটি আমার মেইল বক্সেই চলে এসেছিল যদি আপনার মেইল বক্সে না এসে থাকে সে ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার স্পম বক্স চেক করলেই পেয়ে যাবেন তবে অবশ্যই আপনাকে দুই থেকে পাঁচ মিনিট পর চেক করতে হবে তাহলেই পেয়ে যাবেন

10. সর্বশেষ ধাপে, আপনি যখন মেইল থেকে লিঙ্কে ক্লিক করবেন আপনাকে তাদের ওয়েবসাইটের Ai দিয়ে বানানো গানটি দেখাবে আপনি সেখান থেকে চাইলে ডাউনলোডও করতে পারবেন এছাড়াও সেখানে লো, স্টান্ডার্ড, হাই নামের তিনটি অপশন দেখতে পাবেন এগুলো মূলত বলার স্পিড আপনি এখানে ইচ্ছামত যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন

 

আপনি যদি নিজের ভিডিওতে অন্য কারো ফেস নিয়ে এসে ভিডিও বানাতে চান তাহলে নিচে দেওয়া গুগল ড্রাইভ্লিংকে যান




ভিডিওতে ফেস পরিবর্তন ভিডিও বানাতে চান তাহলে নিচে দেওয়া গুগল ড্রাইভ্লিংকে যান

Click Here

 




 

আশা করি, আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টিআই দিয়ে কিভাবে আপনি গান বানাতে পারেন সেটি দেখিয়ে দেওয়া হয়েছে। আপনাদের যদি, আরো কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সে বিষয়ে আর্টিকেল নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।

Leave a Comment